সাতক্ষীরার কলারোয়ায় দুই পুলিশ কর্মকর্তার পিতার মৃত্যুতে দোয়ানুষ্ঠান
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সজীব খানের পিতা লুৎফর রহমান খান (৮০) এবং কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধার পিতা হেমায়েত উদ্দিন মৃধার (৭৯) অতিসম্প্রতি ইন্তেকাল করেছেন।
দুই পুলিশ কর্মকর্তার প্রয়াত পিতাদের রুহের মাগফেরাত কামনায় কলারোয়ায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মা বাদ থানা জামে মসজিদে ওই দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কলারোয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাফিজুর রহমান, সেকেন্ড অফিসার এসআই জসীমউদ্দীন, বিশিষ্ট সমাজসেবক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, কলারোয়ার রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, মসজিদের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরীসহ থানার অফিসার, ফোর্স এবং মুসুল্লি বৃন্দ।
আলোচনা ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন কলারোয়া থানা জামে মসজিদের খতিব ও ও উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মাদ আসাদুজ্জামান ফারুকী।
উল্লেখ্য, গত বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সজীব খানের পিতা লুৎফর রহমান খান (৮০) ইন্তেকাল করেন। মরহুমের গ্রামের বাড়ি যশোরের কেশবপুর থানার গড়েঙ্গা গ্রামে। বার্ধক্য জনিত কারণে তিনি সাতক্ষীরায় অবস্থানকালে ইন্তেকাল করেন (ইন্না..রাজিউন)।
অপরদিকে, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধার পিতা হেমায়েত উদ্দিন মৃধা (৭৯) একইদিন ভোর ৪টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার রাজপাশা গ্রামে ইন্তেকাল করেন (ইন্না..রাজিউন)।
ওসি নাসির উদ্দিন মৃধা তার পিতার রুহের মাগফেরাতের জন্য কলারোয়া বাসীর কাছে দোয়া চেয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন