কুমিল্লায় করোনা আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে
কুমিল্লায় করোনা আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়ে গেছে। গেলো একদিনে ৮৬ জন বিদেশগামীসহ আরও ২২০ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৮.৬ শতাংশ। আক্রান্তদের মধ্যে ৮৬ জনই অভিবাসন প্রত্যাশী। এছাড়া কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার ৪৩, দেবিদ্বার উপজেলায় ১৯ জন, তিতাস, লাকসাম ও চৌদ্দগ্রাম উপজেলায় ৮ জন করে করোনায় আক্রান্ত হন।
গত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে একই সময়ে ৩৫ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।
শনিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
এ নিয়ে কুমিল্লায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪২ হাজার ১১৯ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ৩৮ হাজার ৭৫১ জন, প্রাণ হারিয়েছেন ৯৬৬ জন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন