খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
খাগড়াছড়ি পার্বত্য জেলাতে ‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’ এ শ্লোগানকে সামনে রেখে জেলার মাটিরাঙ্গা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, আলুটিলা হৃদয় মেম্বার পাড়ার সরকারী প্রাথমিক বিদ্যালয় ও গকুল পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৯ ফেব্রুয়ারি) দিনভর এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কর্ফোসে’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর(এলজিইডি) দুই কোটি ৬২লাখ টাকা ৫০হাজার টাকা ব্যায়ে এসব প্রকল্প বাস্তবায়ন করে।
এসময় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ন মোরশেদ খান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হিরন জয় ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা জুয়েল, খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, খাগড়াছড়ি এলজিইডির সিনিয়র সহকারি প্রকৌশলী মো: বেলাল হোসাইন, মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো: সাজ্জাদ মাহমুদ খান, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা ও মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার মো: আবুল হাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও গকুল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাসুদ পারভেজ, আলুটিলা হৃদয় মেম্বার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন আক্তার ও হৃদয় মেম্বার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শান্তি ময় ত্রিপুরা প্রমুখ।
বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে আয়োজিত সুধী সমাবেশে পার্বত্য চট্টগ্রাম ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কর্ফোসে’র চেয়ারম্যান(প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে পার্বত্য চট্টগ্রামের প্রতিটি গ্রামকে শহরে পরিণত করা হচ্ছে। পাহাড়ের বেশিরভাগ গ্রামে বিভিন্ন প্রকার সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। শিক্ষার আলো ছড়িয়ে দেয়া হচ্ছে পাহাড়ের দুর্গম জনপদে। জরাজীর্ন শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন ভবন তার উদাহরণ।
উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে গকুলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের সহযোগিতায় দুর্গম পাহাড়ী জনপদের অসহায় ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কর্ফোসে’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন