পাবনায় মাছ-মাংস ও ডিমের বাজার অস্থির: বিপাকে খেটে খাওয়া ক্রেতারা!

পাবনায় মাসের ব্যবধানে বেড়েছে মাছ-মাংস, মুরগী ও ডিমের দাম। প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাসকে পুঁজি করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী বাজারকে অস্থির করে তুলেছেন এমন অভিযোগ সমালোচকদের। বাজার উর্ধ্বমুখী হওয়ায় সাধারণ খেটে খাওয়া মানুষেরা বিপাকে পড়েছে।
পাবনার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে, কেজিতে রুই মাছের দাম বেড়েছে ৪০ থেকে ৫০টাকা, প্রকারভেদে অনান্য মাছের দাম বেড়েছে ৪০ থেকে ৫০টাকা। এক লাফে ডিমের দাম বেড়েছে প্রতি হালিতে ৩ থেকে ৪টাকা। মুরগীর বাজারও অস্থির। ১১০টাকা কেজির বয়লার মুরগীর দাম বেড়ে ১৫০-১৬০টাকা হয়েছে। প্রকারভেদে অন্যান্য মুরগীর দাম বেড়েছে (প্রতি কেজি) ৪০থেকে ৫০টাকা।

গরু ও খাসির মাংসের দামও বেড়েছে কেজিতে ৮০ থেকে ১শ টাকা। বর্তমান বাজার দর চলছে গরু সাড়ে ৬শ টাকা, খাঁশি সাড়ে ৭শ টাকা প্রতি কেজি।