পঞ্চগড়ে পিকাপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পঞ্চগড় সদর উপজেলায় তেঁতুলিয়া মহাসড়কে গ্যাস সেলিন্ডার পিকাপের ধাক্কায় ফিরোজ আলম (৩০) এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয় এবং এ ঘটনায় সোহেল (২০) নামের গুরুত্বর আহত হন।

শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের পিটি আই ট্রেনিং সেন্টার এলাকার তেঁতুলিয়া- বাংলাবান্ধা মহাসড়কে এই দূর্ঘটাটি ঘটে।
নিহত ফিরোজ আলম জয়পুর হাট পাঁচ বিবি তাঁতিপাড়া এলাকার ছেলে আহত সোহেলের বাড়ি ওই এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত ফিরোজ সহ ৬ জন বন্ধু মিলে মোটর সাইকেল যোগে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্ট উদ্দেশ্যে যাচ্ছিলেন। উপজেলার সদর ইউনিয়নের পিটিআই ট্রেনিং সেন্টার এলাকায় পৌছালে বিপরীদ দিক থেকে আসা একটি গ্যাস সেলিন্ডার পিকাপের সাথে মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয় এসময় তারা মহাসড়কে ছিটকে পড়ে যান এবং ঘটনা স্থলে ফিরোজের মৃত হয়। এ ঘটনায় স্থানীয়রা ফায়ার সার্ভিজ খবর দিয়ে আহত আরোহীকে দ্রুত উদ্ধার করে পঞ্চগগড় সদর আধুনিক হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিক্যাল হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।

এ ব্যাপারে পঞ্চগড় সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় পিকাপটিকে জব্দ করা হয়েছে এবং প্রাথনিক ভাবে আইনী প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর হয়েছে।