খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর কমান্ডারের মতবিনিময়, শীতবস্ত্র বিতরণ
খাগড়াছড়ি পার্বত্য জেলাতে কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা সদর বাংলাদেশ সেনা বাহিনীর জোন কমান্ডারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় জোনের পক্ষ হতে আর্থিক সহায়তা ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
‘শান্তি সম্প্রীতি উন্নয়নে পাহাড়ে শান্তিপূর্ণ অবস্থান ও স্থিতিশীলতা বজায় রাখতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। পাহাড়ের সকল জাতি গোষ্ঠির সৌহাদ্যপূর্ণ সহাবস্থান, ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে কাজ করতে হবে সকলকে।’
৩০ বীর খাগড়াছড়ি সদর জোনের উপ-অধিনায়ক মেজর মো. রিয়াদুল ইসলাম এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘পার্বত্যবাসীর শান্তি যাতে ষড়ন্ত্রকারীরা নষ্ট করতে না পারে, সে বিষয়ে বিশৃঙ্খলাকারীদের বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।’
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দসহ পেশাজীবি সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি ‘এক সাথে পাহাড়ি-বাঙ্গালি জাতি ভেদা-ভেদ ভুলে ঐক্যবদ্ধ হয় সকলকে পাহাড়ে স্থায়ী শান্তির পথ সুগমে এক হয়ে পথচলার’ অনুরোধ জানান।
এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি সদর জোন কমান্ডার (অধিনায়ক) লে. কর্নেল মো. সাইফুল ইসলাম সুমন পিএসসি অসহায় দরিদ্র পরিবারের চিকিৎসা, লেখা-পড়াসহ বিভিন্ন কাজের জন্য আর্থিক সহায়তা তুলে দেন।
পরে শতাধিক দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি বলেন, ‘পাহাড়ে দুস্থ ও গরীব অসহায় মানুষের পাশে থেকে তাদের চিকিৎসা সেবা প্রদান, শীতবস্ত্র প্রদান এবং যেকোন সমস্যা সমাধানে আর্থিক সহায়তা অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর জোনের মেজর শামীম রহমান, এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন সাকিব সালমান, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি প্রদীপ চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, সাবেক সভাপতি নুরুল আজমসহ পেশাজীবি সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন