ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শণী

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে।

“পুষ্টি মেধা দারিদ্র বিমোচন, প্রাণি সম্পদ প্রদর্শনের আয়োজন”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় এবং উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বুধবার সকালে উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের চত্বরে এই প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়।

প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্ধোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি ও উপজেলা আ.লীগ সভাপতি ইমদাদুল হক, জেলা প্রাণিসম্পদ প্রশিক্ষন অফিসার ডা. নুরুল ইসলাম, পঞ্চগড় জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. অমল কুমার রায়, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার ডা. তানিয়া তাবাসসুম, উপ-সহকারী প্রানিসম্পদ কর্মকর্তা আলহাজ্ব আহসান হাবীব, এলডিডিপি প্রকল্পের সম্প্রসারন অফিসার ডা. পলি সারমিন, খামারীদের পক্ষে রওনক মাহামুদ প্রমুথ।

এ প্রাণিসম্পদ প্রদর্শনীতে ২৫ স্টলে পীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা খামারিরা তাদের পালিত উন্নতজাতের গাভী, ছাগল, ভেড়া, ঘোড়া, খরগোস, বিড়াল সহ বিভিন্ন প্রজাতীর পশু-পাখি প্রদর্শন করেন।