যশোরের মণিরামপুরে রাস্তাতেই মিলেছে করোনার টিকা!

যশোরের মণিরামপুরে রাস্তায় ঘোরাফেরা অবস্থায় করোনার টিকা পেয়েছেন ৩৬২ জন।
কোনো প্রকার নিবন্ধন ছাড়ায় তারা টিকার প্রথম ডোজ পেয়েছেন।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি-২০২২) দিনভর উপজেলার রাজগঞ্জ বেদেপল্লী, রাজগঞ্জ বাজার ও মণিরামপুর বাজারে মিলেছে এ টিকা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা তন্ময় বিশ্বাসের উপস্থিতিতে হাসপাতালের একটি ভ্রাম্যমাণ দল টিকার এ কার্যক্রম চালু করেছেন।

জানা গেছে- বুধবার ও বৃহস্পতিবারও এভাবে হাসপাতালের ভ্রাম্যমাণ দল টিকার কার্যক্রম চালাবেন।

মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তন্ময় বিশ্বাস বলেন- ‘টিকার কাজকে ত্বরান্বিত করতে মঙ্গলবার আমরা পাঁচ সদস্যর একটি দল ৪০০ টিকা নিয়ে ভ্রাম্যমাণ গণটিকার কার্যক্রমে বেরিয়েছি। নিবন্ধনের বাইরে ১২ বছরের উপরে যাদের পাইছি তাদের টিকা দিয়ে একটি স্লিপ দেয়া হয়েছে। এক মাস পর এ স্লিপ নিয়ে হাসপাতালে আসলে তারা দ্বিতীয় ডোজ পাবেন।’

এদিকে, ভ্রাম্যমাণ গণটিকা গ্রহণকারী আলমগীর হোসেন ও ইসমাইল হোসেন বলেন- ‘আমরা এতোদিন ভয়ে টিকা নিয়নি। নিবন্ধন ছাড়া আজ টিকা পাইছি। টিকা নেয়ার সময় ইনজেকশন ফুটলে টেরও পাইনি।’

তন্ময় বিশ্বাস বলেন- ‘আমরা প্রথমে রাজগঞ্জ বেদেপল্লীতে গিয়েছি। ভ্রাম্যমাণ অবস্থায় থাকার কারণে ওই পল্লীর বাসিন্দারা হাসপাতালে এসে টিকা নিতে পারেননি। তাদের সবাইকে টিকার আওতায় আনা হয়েছে। এছাড়া রাজগঞ্জ বাজারে ও মণিরামপুর বাজারের রাজগঞ্জ মোড়ে টিকা দেয়া হয়েছে। উৎসাহের সাথে ৩৬২ জন টিকা নিয়েছেন।’

ডা. তন্ময় আরও বলেন- ‘মণিরামপুরে এ পর্যন্ত ৬৪ শতাংশ লোক করোনা টিকার আওতায় এসেছেন। ২৬ তারিখের মধ্যে টিকার শতভাগ অর্জনের লক্ষে আমাদের ভ্রাম্যমাণ দল বুধবার (২৩ ফব্রুয়ারি-২০২২ ও বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি-২০২) কাজ করবেন। এছাড়া মঙ্গলবার উপজেলার প্রতি ওয়ার্ডে তিনটি করে ক্যাম্প বসিয়ে গণটিকার কার্যক্রম চালানো হয়েছে।’