খুলনায় কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২৬ ঘর পুড়ে ছাই
খুলনার রূপসা পাইকারী কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২৬টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার বেলা ১১টার দিকে অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটে। প্রায় পৌনে একঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, কাঁচাবাজারে ককশিটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
রূপসা পাইকারী কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক রমজান আলী হাওলাদার জানান, কাঁচা বাজারের ২১টি ঘর ও পাশের সুলতান শিকদারের বাড়ির ৫টি ঘর আগুনে ভষ্মিভূত হয়েছে।
ফায়ার সার্ভিস টুটপাড়া স্টেশনের কর্মকর্তা শামসুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথে টুটপাড়া ও বয়রার চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন