ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ ১৩৬ জন নিহত : জাতিসংঘ

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের আজ সপ্তম দিন। গত বৃহস্পতিবার থেকে ইউক্রেনে রুশ সেনারা হামলা চালাচ্ছে। রুশ সেনাদের হামলায় এ পর্যন্ত ১৩ শিশুসহ ১৩৬ জন বেসামরিক নাগরিক মারা গেছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
বুধবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র লিজ থ্রোসেল জানান, হতাহতের এই পরিসংখ্যান আমরা যাচাই করতে পেরেছি। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
তিনি আরও বলেন, বেশির ভাগ হতাহতের ঘটনা ঘটেছে ভারী কামানের গোলাবর্ষণ, বিমান হামলা এবং অন্যান্য শক্তিশালী বিস্ফোরকে।
জাতিসংঘ আরও জানিয়েছে, ইউক্রেনে রুশ হামলায় আরও ৪০০ বেসামরিক লোক আহত হয়েছে।
তবে ইউক্রেন সরকার জানিয়েছে, রাশিয়া হামলা শুরুর পর থেকে ৩৫২ জন বেসামরিক লোক মারা গেছে এবং এক হাজার ৬৮৪ জন আহত হয়েছেন।
সূত্র: বিবিসি
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















