কুমিল্লায় মজুদ করা সয়াবিন তেল উদ্ধার করে এতিমখানায় দান!
কুমিল্লায় সয়াবিন তেল মজুদ করে রেখে বেশি দামে বিক্রি করার অভিযোগে দুই দোকানিকে জরিমানা করা হয়েছে।
এসময় জব্দকৃত তেল এতিমখানায় দান করা হয়।
বৃহস্পতিবার কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে নগরীর বাদশা মিয়ার বাজারের শাহিন এন্টারপ্রাইজকে ২০ হাজার ও রাকিব এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় দুই দোকানে মজুদ করে রাখা ৩৪ লিটার তেল জব্দ করা হয়েছে।
কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল ইসলাম বলেন, ‘সয়াবিন তেলের বোতলের গায়ের মূল্য মুছে বেশি দামে বিক্রি করা হচ্ছিল এবং মজুদ করে রেখে দাম বাড়ানোর পাঁয়তারা চলছে- এমন খবরে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানে লুকিয়ে রাখা ঘষামাজা করা তেলের বোতল উদ্ধার করি। পরে উদ্ধার করা বোতলগুলো একটি এতিমখানায় দান করা হয়।’
তিনি আরও বলেন, ‘কুমিল্লার বাজারে গুজব ছড়িয়ে কোনও মহল যদি ফায়দা নেওয়ার চেষ্টা করে, তবে তাদের ছাড় দেওয়া হবে না। আমরা নিয়মিত বাজার পর্যবেক্ষণ করছি। অনিয়ম পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন