কুড়িগ্রামে ছাত্রদলের মিছিলে বাঁধা, ও সমাবেশ অনুষ্ঠিত

চাল ডাল তেল গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদল মিছিল বের করলে মিছিলে পুলিশ বঁাধা দিয়েছে। পরে  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার দুপুরে ছাত্রদল মিছিল বের করলে দাদামোড়স্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ বঁাধা দেয় পরে সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিঃযুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সাধারন সম্পাদক আশরাফুল হক রুবেল, সদর থানা বিএনপি সম্পাদক মাহবুবার রহমান, জেলা যুবদল সভাপতি রায়হান কবির,সাধারণ সম্পাদক নাদিম আহমেদ,জেলা স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব আরমান হোসেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল,যুগ্ম সাধারন সম্পাদক শাওন আহমেদ,সদর থানা ছাত্রদল আহবায়ক সোহেল আহমেদ,যুগ্ম আহবায়ক এ্যাড শিথিল, সহ কুড়িগ্রাম পৌর,বিভিন্ন উপজেলা ,কুড়িগ্রাম সরকারী কলেজ শাখা ছাত্রদল আহবায়ক মোঃ আসাদুজ্জামান আকাশ সহ নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন বর্তমান সরকার তাদের লোকজনের মাধ্যমে সিন্ডিকেট বানিয়ে দ্রব্যমূল্য চড়া দামে বিক্রি করে সেই টাকা বিদেশে পাচার করছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে ১০ টাকা কেজি দরে চাল দেবার কথা বলে এখন ৬০ টাকায় চাল আর ২০০ টাকা লিটার তেল খাওয়াচ্ছে। তারা আরো বলেন এ সরকার জনগনের সরকার নয়।

বক্তারা অবিলম্বে দ্রব্যমূল্যের দাম কমিয়ে ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবি জানান।