কলাপাড়ায় আগুনে পুড়ে ৬ মাস বয়সী কন্যাশিশুর মৃত্যু
পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিদগ্ধ হয়ে ৬ মাস বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। এসময় শিশুটিকে বাঁচাতে তার মা জলন্ত আগুনে ঝাপিয়ে পড়লে তিনিও আগুনে পুড়ে দগ্ধ হন। তবে সন্তানকে বাঁচাতে পারেননি তিনি। পরে স্থানীয়রা এসে সঙ্গাহীন অবস্থায় শিশুটির মাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।
সোমবার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার মহিপুর থানার ধুলাসার ইউপির পশ্চিম চাপলী গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মৃত শিশু সামিয়া ওই গ্রামের বাবু শেখের কন্যা।
স্থানীয় ও স্বজনরা জানান, বিকালে শিশুটিকে বসতঘরে ঘুম পাড়িয়ে বাড়ির পাশেই কাজ করছিলেন মা চম্পা বেগম (৩০)। কাজের সময় হঠাৎই বাড়ির মধ্যে গোল পাতার ছাউনি দেয়া বসত ঘরে ধোয়া দেখে দৌঁড়ে ছুটে আসেন তিনি। এসময় ঘরের মধ্যে আগুন দেখে সন্তানকে বাঁচাতে জলন্ত আগুনে ঝাপিয়ে পড়েন। এতে তিনিও দগ্ধ হলে তার মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে ঝলসে যায়। এছাড়া আগুনে পুড়ে বসত ঘরটি সম্পূর্ণ ভষ্মিভ‚ত হয়ে যায়।
এদিকে ৬ মাস বয়সী কন্যা শিশুর আগুনে পোড়া দেহবশেষ দেখে গোটা এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে। সস্বজনদের গগনবিদারী চিৎকারে ভাড়ী হয়ে উঠে পরিবেশ। অশ্রুসিক্ত হয়েছেন অনেকেই। তবে কি কারনে বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের জানান,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে এসেছি। যতটুকু জানতে পেরেছি ৬ মাসের শিশুকে ঘুম পাড়িয়ে তার মা ৫ বছর বয়সী আর এক ছেলে শিশুকে ঘরে রেখে বাড়ির পাশে কাজ করছিলেন। আর ঘরে থাকা সেই ছেলে শিশুটি দিয়াশলাই নিয়ে খেলা করছিলো। আমরা আগুনের সূত্রপাত জানার চেষ্টা করছি। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহন করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন