কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ স্কুলছাত্রী নিহত
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন স্কুল ছাত্রী নিহত হয়েছে। জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর রেলক্রসিংয়ে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্টঘনা ঘটে।
নিহতরা হলো- মীম (১৪), তাসফিয়া (১৩) ও লিমা (১২)। তাৎক্ষণিকভাবে তাদের পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে তাদের সবাই বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার।
তিনি জানান, ‘বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থীরা মারা যায়। ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ ছিলো। এসময় স্থানীয়রা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। আমরা লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্ত ও আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন