বাইডেন বললেন- ‘যুদ্ধে পুতিন কখনো জয়ী হবেন না’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সফল হবেন না।

শুক্রবার এক টুইট বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, পুতিন কোনো লড়াই ছাড়া ইউক্রেন দখলের আশা করেছিলেন। ইউরোপীয় ঐক্যে ফাটল ধরানোর আশা করেছিলেন। ন্যাটো জোটকে দুর্বল করার আশা করেছিলেন।

আমেরিকাকে দ্বিখণ্ডিত করার আশা করেছিলেন কিন্তু ব্যর্থ হয়েছেন। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পুতিন কখনো জয়ী হবেন না।

জো বাইডেন বরাবরই বলে আসছেন, রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সৈন্যদের সরাসরি যুদ্ধে জড়ানোর কোন সম্ভাবনাই নেই।

অপর এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন, আমি স্পষ্ট জানাতে চাই যে, আমরা ঐক্যবদ্ধভাবে পূর্ণ শক্তি দিয়ে ন্যাটোর প্রতিটি ইঞ্চি রক্ষা করব।

তবে আমরা ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়াবো না। ন্যাটো এবং রাশিয়ার মধ্যে সরাসরি সংঘাত মানেই, ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’।

ইউক্রেনে রুশ হামলার জবাবে বাইডেন মিত্রদেশগুলোর সঙ্গে মিলে রাশিয়ার ওপর একের পর নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছেন। তবে তিনি ইউক্রেনে সরাসরি যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়েছেন।

শুক্রবার বাইডেন রাশিয়ার মদ, সামুদ্রিক খাবার ও হীরা আমদানি ছাড়াও পুতিন ঘনিষ্ঠ রাশিয়ার ধনকুবেরদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছেন।

সূত্র: বিবিসি