অভ্যুত্থানের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে : মির্জা ফখরুল
মাথাপিছু আয় বৃদ্ধির দোহাই দিয়ে সরকার অবলীলায় মানুষের সঙ্গে প্রতারণা করছে এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, অভ্যুত্থানের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।
সোমবার (১৪ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে দলটির প্রয়াত নেতা মওদুদ আহমেদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে মহিলা দলের বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সরকারের লোকদের কারণেই।
তিনি বলেন, বিএনপির হাত ধরেই জনগণের মুক্তি আসবে।
এদিন সকাল থেকে পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে প্রেসক্লাবের সামনে জমায়েত হতে শুরু করেন নেতা-কর্মীরা। সমাবেশে বিএনপি নেতারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সরকারের কঠোর সমালোচনা করেন।
সমাবেশ শেষে বিএনপি নেতারা মিছিল করার চেষ্টা করলেও পুলিশের হস্তক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন