বাগেরহাটের শরণখোলায় ডাক্তারদের সংবর্ধনায় এমপি
বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সদ্য যোগদানকৃত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ নব নিয়োগকৃত মেডিকেল অফিসারদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে প্রশিক্ষন ভবনে ওই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য ও বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন।
সদ্য যোগদানকৃত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, সাবেক ডাকসু নেতা আব্দুল হক গোলাম হায়দার, শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন খোকন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এস.এম ফয়সাল আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র প্রভাষক আ. মালেক রেজা প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিড ওয়াইফ রাবেয়া আক্তার।
সভায় প্রধান অতিথি সদ্য যোগদানকৃত স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিকেল অফিসারদের চিকিৎসার মনোভাব নিয়ে রোগীদের সেবা করার আহ্বান জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন