পশ্চিমবঙ্গে তৃণমূল নেতা খুনের পর বাড়িঘরে আগুন, নিহত ১০
ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল নেতা খুনের পর অগ্নিগর্ভ রামপুরহাট।
এ ঘটনার প্রতিবাদে বেশ কয়েকটি বাড়িতে আগ্নিসংযোগ করে বিক্ষুদ্ধ কর্মীরা।
এসব বাড়ি থেকে অন্তত ১০ জনের মৃতদেহ উদ্ধার করেছে দমকল বাহিনী।
খবর আনন্দবাজার পত্রিকার।
বীরভূম জেলার রামপুরহাটে তৃণমূল নেতার মৃত্যুর ঘটনায় অগ্নিগর্ভ হয়ে উঠেছে পরিস্থিতি।
সোমবার রামপুরহাটের বকটুই গ্রামে বোমা হামলায় তৃণমূল নেতা ভাদু শেখের মৃত্যু হয়। ভাদু রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন।
তার বাড়ি রামপুরহাট থানা এলাকার বগটুই গ্রামে। সেখানে একটি চায়ের দোকানে বসেছিলেন ভাদু। সেই সময় তাকে লক্ষ্য করে বোমা ছুড়ে পালায় এক দল সন্ত্রাসী।
ঘটনার পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ভাদুকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ভাদুকে মৃত বলে ঘোষণা করেন।
তার পর থেকেই অগ্নিগর্ভ হয়ে ওঠে ওই গ্রাম।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন