বিমানে উঠে দোয়া চাইলেন মুস্তাফিজ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য বৃহস্পতিবার (২৪ মার্চ) ভারতের উদ্দেশে বিমানে উঠেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। বিমানে উঠেই সমর্থকদের কাছে দোয়া চাইলেন তিনি। ফেসবুকে এক পোস্টে দিল্লি ক্যাপিটালসের এই পেসার সবার কাছে দোয়া চান।
মুস্তাফিজ লেখেন, ‘ঐতিহাসিক ও স্মরণীয় ওয়ানডে সিরিজ জিতেছি। এখন সময় আইপিএলের। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে টুর্নামেন্টে আমার সেরাটা দিয়ে আপনাদের গর্বিত করতে পারি। সবাইকে ধন্যবাদ।’
এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজ। নিয়মিত মুখ সাকিব আল হাসানকে নেয়নি কোনো দলই। সম্প্রতি বাংলাদেশ দল যখন দক্ষিণ আফ্রিকা সফরে, তখন তাসকিন আহমেদকে পুরো মৌসুমের জন্য চেয়েছিল আইপিএলের একটি দল। তাকেও ছাড়েনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হওয়ায় মুস্তাফিজের ওপরই চোখ বাংলাদেশি সমর্থকদের। কাটার মাস্টার নিজেও স্বীকার করছেন সে কথা। তিনি বলেন, ‘আমি আর সাকিব ভাই খেললে দুইটা টিমে ভাগ হয় আমাদের বাংলাদেশের সাপোর্টাররা। এবার সবাই আমার খেলাই দেখবে। কারণ সাকিব ভাই সব ফরম্যাটেই জাতীয় দলের সঙ্গে আছে, এ কারণেই নির্বাচিত হয়নি। এই আর কি।’
তাসকিনকে নিয়ে ফিজ বলেন, ‘আমাদের খেলা আছে। ও (তাসকিন) আমাদের প্রধান বোলার। এখন সান্ত্বনা দেওয়া ছাড়া আর কী বলব? নিউজিল্যান্ডে আমরা ভালো টেস্ট খেলেছি। এখানেও যে পারব না সেটা কিন্তু নয়। আমাদের পেস বোলার বলেন কিংবা ব্যাটার- সবাই খুব ভালো ফর্মে আছে। ওয়ানডে হোক আর টেস্ট, ইনশাআল্লাহ এবার সিরিজ জিতবই। আমরা যে ওয়ানডে সিরিজ জিতেছি, এই জোয়ার আমাদের আরও এগিয়ে নিয়ে যাবে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন