বগুড়ার শিবগঞ্জে মোকামতলা হাটের অবৈধ স্থাপন উচ্ছেদ করলেন ইউএনও

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাটের ৫টি অবৈধ দোকান ঘর ভেঙ্গে দিয়ে হাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বুধবার বিকালে শিবগঞ্জ উপজেলা নির্বাহী  কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উম্মে কুলসুম সম্পা এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে মোকামতলা হাটের মাংসপট্টি এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উম্মে কুলসুম সম্পা ৫টি ইট দ্বারা নির্মিত  দোকান ঘর ভেঙ্গে দেন।

দোকান ঘর উচ্ছেদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “সরকারি হাটের জায়গায় সাধারণ মানুষ উন্মুক্ত ভাবে হাট-বাজার করবে, কিন্তু কতিপয় লোক অবৈধভাবে দোকান ঘর নির্মাণ করার চেষ্টা করায় ৫টি দোকান ঘর ভেঙ্গে দেওয়া হয়েছে। ভবিষ্যতে যদি কেউ হাটের জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে”।