সাতক্ষীরার কলারোয়ায় কাপড় রাখার ওয়ারড্রবে ফেনসিডিল, পিতা-পুত্র আটক
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ফেনসিডিলসহ পিতা ও পুত্রকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে উপজেলার কেঁড়াগাছি ইউপির সাবেক মেম্বার কেঁড়াগাছি গ্রামের তৌহিদুজ্জামানের বাড়িতে অভিযান চালিয়ে ১৪২ বোতল ফেনসিডিলসহ দু’জনকে আটক করে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়ানের সদস্যরা।
বিজিবির কাকডাঙ্গা কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মোহাম্মদ আবু তাহের পাটোয়ারী জানান, নিজস্ব গোয়েন্দার তথ্য সূত্র অনুযায়ী তার নেতৃত্বে অভিযান চালিয়ে তৌহিদ মেম্বারের বাড়ির ঘরের মধ্যে কাপড় রাখার ওয়ারড্রবের ভেতর থেকে ওই ফেনসিডিল উদ্ধার করা হয়। সেসময় কেঁড়াগাছি গ্রামের মৃত আ.ওয়াজেদ আলীর পুত্র তৌহিদুজ্জামান (৫৫) ও তার পুত্র রেজাউল ইসলাম চঞ্চল (৩০) কে আটক করা হয়। পরে তাদের কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।
মাদক চোরাচালানীরোধে কোনা ছাড় দেয়া হবে না জানিয়ে তিনি এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন