খাগড়াছড়িতে স্থানীয় প্রশাসনে বর্ণিল আয়োজনে পালিত হবে সম্প্রীতি বৈসাবি উৎসব
খাগড়াছড়ি পার্বত্য জেলাতে স্থানীয় প্রশাসন বর্ণিল আয়োজনে পালিত হবে পাহাড়ি-বাংগালির মিলন মেলার সম্প্রীতি বৈসাবি উৎসব। বর্ণিল আয়োজনে বৈসাবিন উৎসব পালনের বিভিন্ন কর্মসূচী গ্রহনের সিদ্ধান্ত নিয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। রোববার(৩রা এপ্রিল) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রুু চৌধুরী অপুর সভাপতিত্বে পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুুতি সভায় আগামী ১২ই এপ্রিল সকালে বর্ণাঢ্যসহ নানা আয়োজনে পাহাড়বাসীর প্রাণের উৎসব ঐতিহ্যবাহী বৈসু, সাংগ্রাই, বিজু(বৈসাবি) ও বাংলা নববর্ষ পালনে গৃহিত সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূইঁয়া, খাগড়াছড়ি রিজিয়নের প্রতিনিধি মেজর জাহিদ হোসেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার কে এইচ এম এরশাদ, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়–য়া, রিপোটার্স ইউনিটির সভাপতি চাইথোয়াই মারমা, সাংবাদিক ইউনিয়নের সম্পাদক প্রদীপ চৌধুরী, জেলা পরিষদের সদস্য নিলুৎপল খীসা, শতরুপা চাকমা, শাহেনা আক্তার, পার্থ ত্রিপুরা জুয়েল, মো: আব্দুল জব্বার, হিরন্জয় ত্রিপুরা, মেমং মারমা, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহসহ বিভিন্ন বিভাগীয় প্রধান, সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তবে এর আগে ১০ই এপ্রিল ত্রিপুরা সম্প্রদায়ের বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদ আয়োজনে গড়িয়া নৃত্যসহ বিভিন্ন নাচের ডিস্পেলে করবে। এর পর ১২ই এপ্রিল চাকমা সম্প্রদায়ে চাকমা একাডেমী কর্তৃক ফুল বিজু চেংগী নদীতে ফুল ভাসানো হবে। ১৩ই এপ্রিল মারমা সম্প্রদায়ে মারমা উন্নয়ন সংসদ কর্তৃক এতিহ্য বাহী বনাঢ্য র্যালী শোভা শেষে পান খাইয়া পাড়া সংসদ প্রাংগনে ”জল কেলী” উৎসব বা পানি খেলার উৎসবে মেতে উঠবে। ১৪এপ্রিল ১লা বৈশাখ ”বাংলা নববর্ষ” মংগল শোভা যাত্রা বের হয়ে পানতা ইলিশ ভাত আয়োজন করবে খাগড়াছড়ি জেলা প্রশসন।
উল্লেখ্য মহামারি করোনার কারনে স্থানীয় প্রশাসন, উন্নয়ন সংস্থা, সামাজিক সংগঠন গত ২বৎসর কোন বৈসাবি আয়োজন করতে পারেনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন