খুলনা মেডিকেলে চান্স পেলো সাতক্ষীরার কলারোয়ার শিহাব
সাতক্ষীরার কলারোয়ায় গর্বিত প্রবাসীর ছেলে ডাক্তারি পড়তে মেডিকেলে চান্স পেয়েছে।
উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আবু হাসান ও জোহরা খাতুনের পুত্র শিহাব বাবু খুলনা মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে।
অতিসম্প্রতি প্রকাশিত দেশের সরকারি মেডিকেল কলেজে এমবিবিএসে চান্সপ্রাপ্তদের মেধা তালিকায় শিহাব বাবু কৃতিত্বের সাথে স্থান পেয়েছে।
ছোট থেকেই অত্যন্ত মেধাবী শিহাব এ পর্যন্ত শিক্ষা জীবনে কৃতিত্ব দেখিয়েছে সব ক্লাসে ও পরীক্ষায়।
২০২১ সালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি ও ২০১৯ সালে কলারোয়ার সোনাবাড়িয়া হাইস্কুল থেকে এসএসসিতে ‘গোল্ডেন এ প্লাস’ নিয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয় শিহাব।
এছাড়াও ২০১৬ সালে জেএসসি ও ২০১৩ সালে শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসিতে গোল্ডেন এ প্লাসসহ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে হয়েছিলো উপজেলার প্রথম।
এক প্রতিক্রিয়ায় শিহাব বাবু জানান, ডাক্তার হয়ে আর্তমানবতার সেবা দিতে চান। এজন্য সকলের দোয়া প্রার্থী।
কৃতি ওই শিক্ষার্থীর ভগ্নিপতি যশোরের শার্শা উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আবু বিল্লাল হোসেন লাল্টু জানান, শ্রীরামপুর গ্রামে এই প্রথম কেউ মেডিকেলে চান্স পেলো। কৃতিসন্তান সেই যে নিজের এলাকা ও মানুষের পাশে থাকে। শিহাব ডাক্তার হয়ে মানুষের পাশে থাকতে চায় এলাকার কৃতি সন্তান হয়ে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন