মোটরসাইকেল কিনে না দেয়ায় যশোরে দুই শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা!
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় রাগ করে আত্মহত্যার চেষ্টা করেছে দুই শিক্ষার্থী।
এরা হলো- রাজগঞ্জ বাজার এলাকার হাবিবুর রহমান হবির মাদ্রাসা পড়ুয়া ছেলে সুজন হোসেন (১৪) ও হানুয়ার গ্রামের মালয়েশিয়া প্রবাসী মফিজুর রহমানের ছেলে রেজওয়ান কবির (১৫)।
সুজন হোসেন গত শনিবার (০৯ এপ্রিল-২০২২) বিকাল ৫টার দিকে বাড়ির দুইতলা ছাদের উপর থেকে লাফিয়ে ও রেজওয়ান কবির মঙ্গলবার (১২ এপ্রিল-২০২২) সকালে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। সুজন যশোর পঙ্গু হাসপাতালে ও রেজওয়ান মণিরামপুর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সুজন স্থানীয় মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র ও রেজওয়ান রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
জানাগেছে- উল্লেখিত দুইজন শিক্ষার্থী তাদের অভিভাবকের কাছে মোটর সাইকেল কিনে দিতে বলে। অভিভাবকরা তাদের কথায় মোটর সাইকেল কিনে না দেওয়ার তারা আত্মহত্যার চেষ্টা করে। এরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখনো পর্যন্ত তাদের অভিভাবকের কাছে মোটর সাইকেল চেয়েই যাচ্ছে।
এ ব্যাপারে রেজওয়ানের মা হালিমা খাতুন বলেন- ছেলেকে কোনো ভাবেই বোঝাতে পারছি না। সুজন বলছে ১৫ রোজার মধ্যে মোটর সাইকেল কিনে দিতে হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন