সাতক্ষীরার কলারোয়া সীমান্তে দুই বোতল এলএসডি মাদকসহ গ্রেপ্তার-১

সাতক্ষীরার কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের গেড়াখালি সীমান্তে বিজিবির অভিযানে দুই বোতল লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড (এলএসডি) মাদকসহ এক চোরাকারবারি আটক হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) কাকডাঙ্গা বিওপির কমান্ডার নায়েব সুবেদারের নেতৃত্বে অভিযান চালিয়ে উচ্চ মূল্যের এই মাদক আটক করা হয়।

আটক চোরাকারবারির নাম নজরুল ইসলাম। তিনি উপজেলার গেড়াখালি গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ-পিএসসি এক বার্তায় জানান, শুক্রবার সকালে কাকডাঙ্গা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে একটি টহলদল সীমান্তের মেইন পিলার ১৩/৩ হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গেড়াখালী নামক এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে ভারত হতে বাংলাদেশে পাচারকালে দুই বোতল (২০০ এমএল) ভারতীয় লাইসার্জিক এসিড ডাইথ্যলামাইড (এলএসডি) মাদকদ্রব্যসহ নজরুল ইসলাম (৪৭) কে আটক করতে সক্ষম হয় বিজিবির আভিযানিক দল। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন ছিল বলে জানান অধিনায়ক।