গাবতলীতে যাত্রীর চাপ, ঈদের পরদিনও ঢাকা ছাড়ছে মানুষ,
ঈদের পরদিনও ঢাকা ছাড়ছে মানুষ। বুধবার (৪ এপ্রিল)নাড়ির টানে বাড়ি ফিরছেন বহু মানুষ, তাদের অধিকাংশই ঈদে ছুটি না পাওয়ার কারনে আজ যাচ্ছেন। কেউ কেউ ঈদযাত্রার ভোগান্তি এড়াতেও দেরিতে ফিরছেন। ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরে ফেরাদের মধ্যে রয়েছেন বিভিন্ন শ্রমজীবীসহ রিকশাচালক ও দিনমজুর। বাড়তি আয়ের আশায় তারা ঈদের দিন ঢাকায় ছিলেন। ফলে তারা ঘরে ফিরলেই উৎসবে মেতে উঠবে এসব পরিবার।
বুধবার (৪ মে) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ঘুরে ঈদ উপলক্ষে ঘরে ফেরা মানুষের বেশ চাপ দেখা গেছে। বাস কম থাকায় অতিরিক্ত টাকা দিয়ে কিনতে হচ্ছে টিকিট।
ঢাকায় দীর্ঘদিন সিএনজি চালাচ্ছেন মালেক মিয়া। তিনি যাবেন গ্রামের বাড়ি সাতক্ষীরার মুন্সিগঞ্জে। ঈদের আগে যাননি গাড়ীতে ভিড় ও ভাড়া বেশি বলে। তাই ঈদের পরদিন স্ব-শরীরে টিকিট কাউন্টারে চলে এসেছেন। তবে ৭০০-৭৫০ টাকা ভাড়া চাওয়ায় টিকিট কেনা নিয়ে শংকায় পড়ে যান তিনি।
এদিকে পরিবহন সংশ্লিষ্টরা দাবি করেন, গাবতলী থেকে সাতক্ষীরা শ্যামনগরের ভাড়া ৮৫০ টাকা। এটা সরকারের নির্ধারন করে দেওয়া ভাড়া। গাবতলী ঘুরে দেখা গেছে আজও যাত্রীর বেশ চাপ। গাড়ি গুলি ভরে যাত্রী নিয়ে যাচ্ছে।
ঢাকা-সাতক্ষীরা রুটে চলাচল করা এসপি গোল্ডেন লাইন পরিবহন কাউন্টারে গিয়ে জানা যায়, গাড়ি যা ফিরছে, সেগুলোই যাচ্ছে। এখন গাড়ি কম। যাওয়ার সময় যাত্রী থাকলেও ফেরার সময় ফাঁকা আসছে। তবে ঢাকা ছেড়ে যাওয়ার যাত্রীর চাপ ভালোই আছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন