দুই ব্যবসায়ীকে অর্থদন্ড
পটুয়াখালীর কলাপাড়ায় গোডাউনে মিললো সাড়ে ৩ হাজার লিটার তেল
পটুয়াখালীর কলাপাড়ায় দুই ব্যবসায়ীর গোডাউনে অভিযান চালিয়ে ৩ হাজার ৬০৮ লিটার ভোজ্য তেল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
এসময় তেল গোপনভাবে মজুতকরে রাখার দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
বুধবার দুপুর আড়াইটায় পৌর শহরের সদর রোড সংলগ্ন ব্যবসায়ী গনেশ চন্দ্র সাহা ও বাদুরতলীর হানিফ স্টোরের সত্বাধিকারী হানিফকে ১০ হাজার টাকা করে এ অর্থদন্ড প্রদান করা হয়।
দন্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যজিট্রেট (এসিল্যান্ড) আবুবকর ছিদ্দিকী।
এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মো. সেলিম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে ৮’শ ৮ লিটার বোতলজাত ও ২৯’শ ৬০ লিটার খোলা ভোজ্যতেল সরকারী মূল্যানুযায়ী সাধারণ ভোক্তাদের মাঝে বিক্রি করা হয়।
এসময় সরকার নির্ধারিত মূল্যের তেল কিনতে দীর্ঘ লাইনে দাড়িয়ে ভীড় জমায় সাধারণ মানুষ।
কলাপাড়ার নির্বাহী ম্যাজিষ্ট্রেট (এসিল্যান্ড) মো.আবুবকব ছিদ্দিকী বলেন, অবৈধভাবে গোডাউনে ভোজ্য তেল মজুত রাখার দায়ে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন