সাতক্ষীরার কলারোয়ায় বৈদ্যুতিক সটসার্কিটের আগুনে পিতা ও শিশুপুত্র দগ্ধ
সাতক্ষীরার কলারোয়ায় এক বাড়িতে বৈদ্যুতিক সটসার্কিটের আগুনে শিশুসহ ২ ব্যক্তি দগ্ধ হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৬ মে) রাত ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরের সীমানা সংলগ্ন পৌরসভাধীন তুলশিডাঙ্গা গ্রামে।
এ ঘটনায় শিশু সহ ২ ব্যক্তি অগ্নিদগ্ধ হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে ভাজা বিক্রেতা আসাদুল বাবুর বাড়িতে আগুনের সূত্রপাত হয়। আকস্মিক আগুনে বসতঘরের বিভিন্ন মালামাল পুড়ে ক্ষতি হয়। আগুনে আসাদুল বাবু ও তার শিশু পুত্র তোহা (১০) দগ্ধ হয়ে আহত হন। তাদের কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমান জানা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস ঘটনার সত্যতার কথা জানিয়ে বলেন, আমার সরকারি বাসভবনের সীমানা সংলগ্ন বাড়িতে বৈদ্যুতিক সটসার্কিটে আগুিকান্ডের ঘটনাটি ঘটেছে। তাৎক্ষনিক ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। পরে আগুনে দগ্ধ আসাদুল বাবু ও তার শিশু পুত্র তোহাকে সরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
স্থানীয়রা জানান, ইউএনও রুলী বিশ্বাস ঘটনার পরপরই স্ব-শরীরে ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি ক্ষতিগ্রস্থ অগ্নিদগ্ধ পরিবারের চিকিৎসা সেবায় ওষুধ, খাদ্য সামগ্রী সহ সার্বিক সহযোগিতা করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন