বগুড়ার শিবগঞ্জ উপজেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির কমিটি গঠন
বগুড়ার শিবগঞ্জ উপজেলা ইট প্রস্তুতকারক (ভাটা) মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহকে উপদেষ্টা করে ১৭সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ ওই কমিটি গঠন করা হয়।
বুধবার উপজেলা মুক্তিযোদ্ধা কমিউনিটি সেন্টারে বগুড়া জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।
আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আতিকুর রহমান বাদল, সহ-সভাপতি জাহিদুল ইসলাম হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মাকুছুদুর রহমান খোকন, আক্তারুজ্জামান ডিউক, সৈয়দ আহম্মেদ আলম, জোবায়েত হাসান শাহিন, তানজিনুর রহমান, উপজেলা ইট ভাটার মালিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব ছামছুল হুদা, মোফাজ্জল হোসেন, মর্তুজা আলম হেলুট, আলহাজ্ব মোফাজ্জল হোসেন, আশরাফুল ইসলাম, নুরুল ইসলাম, জহুরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আর.এম.এ ইট প্রস্তুতকারী প্রতিষ্ঠানের স্বত্তাধীকারী ফিরোজ আহমেদ রিজুকে উপজেলা ইট ভাটার মালিক সমিতি সভাপতি ও এ.বি.সি ব্রিকর্স এর স্বত্তাধিকারী মোঃ আব্দুর রশিদকে সহ-সভাপতি এবং মেসার্স সরকার ব্রিকর্স এর স্বত্তাধিকারী প্রভাষক শরিফুল ইসলাম সরকারকে সাধারণ সম্পাদক ও এস.এন.সি ব্রিকর্স এর স্বত্তাধিকারী মোফাজ্জল হোসেনকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে চার জন উপদেষ্টা মনোনিত করে ১৭ সদস্য বিশিষ্ট শিবগঞ্জ উপজেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতি কমিটি গঠন করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন