সাতক্ষীরায় কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণে রোভিং সেমিনার
সাতক্ষীরায় ২০২১-২২ অর্থবছরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৮ জুন) বেলা ১১টায় সদর উপজেলা মিলনায়তনে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে রোভিং সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরা’র উপপরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলাম।
রোভিং সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হুসাইন সুজন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সাতক্ষীরা আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ও জেলা প্রশিক্ষণ অফিসার এস.এম খালিদ সাইফুল্লাহ প্রমুখ।
টেকনিক্যাল সেশনে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম।
রোভিং সেমিনারে কৃষক কৃষাণীসহ মোট ৬৫জন অংশগ্রহণ করে। অপরদিকে বিকালে এনএটিপি-২ প্রকল্পের আওতায় সাতক্ষীরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা মিলনায়তনে সিআইজি নেতৃবৃন্দদের নিয়ে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা মিলনায়তনে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম’র সভাপতিত্বে সিআইজি কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরা’র উপপরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ অফিসার এস.এম খালিদ সাইফুল্লাহ।
সিআইজি কংগ্রেস অনুষ্ঠানে সদরের বিভিন্ন সিআইজির ১৫০ জন নেতৃবৃন্দ অংশ নেয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার প্লাবনী সরকার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন