ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আ.লীগের প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে আনন্দ র্যালি
বাংলাদশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) বিকালে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ের লিচু তলার সামনে থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিতে উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,মহিলা আওয়ামী লীগ,স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ,মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো দলীয় কার্যালয় চত্বরে গিয়ে একটি আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক,সহ- সভাপতি সামিমুজ্জামান জুয়েল,কসিরুল আলম,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব,যুগ্ন সম্পাদক ইফতেখারুল দ্রুব সহ আরো অনেকে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন