টাইগারদের ঈদ উদযাপন ওয়েস্ট ইন্ডিজে

বাংলাদেশ দলের ক্রিকেটাররা পূর্ণাঙ্গ সিরিজ খেলতে প্রায় এক মাস ধরে ওয়েস্ট ইন্ডিজে আছেন। ১০ জুলাই থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ বর্তমানে অবস্থান করছে দেশটির গায়ানায়। সেখানে ঈদ-উল-আজহা ছিল আজ শনিবার।

বাংলাদেশে রবিবার ঈদ হলেও, ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় শনিবার ঈদুল আজহা উদযাপন করেছে টাইগাররা। স্থানীয় সময় সকালে ঈদের নামাজ পড়েছেন ক্রিকেটাররা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি আপলোড করে সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিয়েছেন তারা।

অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ফেসবুকে লিখেছেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা।

আল্লাহ আমাদের আত্মত্যাগ কবুল করুন। ’
পেসার এবাদত হোসেন লিখেছেন, ‘মুসলিম উম্মাহকে ঈদ মোবারক। ’ আরেক পেসার শরিফুল ইসলাম লিখেছেন, ‘আসসালামু আলাইকুম! সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।

এবারের ক্যারিবীয় সফরটা একেবারেই ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। দুই ম্যাচের টেস্ট সিরিজে বিধ্বস্ত হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজটিও খুইয়েছে সফরকারীরা। এবার লড়াই ওয়ানডে সিরিজের। রবিবার বাংলাদেশে পালিত হবে ঈদুল আজহা। এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে নামবে বাংলাদেশ দল।