পটুয়াখালীর কলাপাড়ায় বাদাম নষ্ট করায় শিশুকে নির্যাতন
পটুয়াখালীর কলাপাড়ায় খেলার ছলে রোদে শুকাতে দেয়া বাদাম নষ্ট করায় এক শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে আসমা নামে এক নারীর বিরুদ্ধে।
শনিবার (৯ জুলাই) বেলা ১১টার দিকে পৌর শহরের মঙ্গলসুখ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আহত শিশু লিয়ন বিশ্বাস ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী। লিয়ন জানায়, সকালে বিদ্যালয়ের মাঠে দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থী শাহীনসহ একটি ছোট খেলনা গাড়ি নিয়ে খেলা করছিল তারা দুজন।
এসময় বিদ্যালয়ের সামনের এক দোকানী মুছার স্ত্রী ওই মাঠে চিনা বাদাম রোদে শুকাতে দিয়েছিলেন। খেলার ছলে খেলনা গাড়িটির চাপায় এসময় কিছুটা বাদাম নষ্ট হয়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে আসমা বেগম লিয়নকে স্বজোরে দুই গালে চর মারতে থাকে। লিয়নকে মারতে দেখে মাঠে থাকা অন্য শিশুরা এসময় ভয়ে পালিয়ে যায়। পরে তাকে হাসাপাতালে নিয়ে চিকিৎসা করায় অভিভাবকরা। তবে কান্না জড়িত কন্ঠে এই শিশু শিক্ষার্থী জানায়,তিনি আর বিদ্যালয়ে যাবেন না। ওই নারী ফের নির্যাতন করতে পারে এমন ভয়ে।
এদিকে এবষিয়ে অভিযুক্ত নারীর স্বামীর কাছে জানতে চাইলে তিনি জানান, দুই একটা থাপ্পর দিয়েছে। থানায় যখন অভিযোগ করছে, তখন থানায় বুজ করব। এক বিচারপতি অলরেডি থানায় ফোন দেছে। আমরাও থানায় যাই।
কলাপাড়া থানার ওসি মো.জসিম উদ্দিন জানান, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন