যশোরের রাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত
মণিরামপুর উপজেলার রাজগঞ্জে ট্রাক চাপায় তন্ময় ইসলাম তপু (২২) নামের এক যুবক নিহত হয়েছে।
রোববার (২৪ জুলাই) দুপুরে মণিরামপুর-রাজগঞ্জ সড়কের চন্ডিপুর আমতলা এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
নিহত তপু চৌগাছা উপজেলার মিসিলা (লক্ষ্মীপুর) গ্রামের কামাল হোসেনের ছেলে। তিনি পেশায় মোটরসাইকেল ব্যবসায়ী ছিলেন।
জানাগেছে, এদিন সকালে এক সঙ্গিকে সাথে নিয়ে মণিরামপুরে মোটরসাইকেল কিনতে আসেন তপু। মোটরসাইকেল কিনে রাজগঞ্জ হয়ে তিনি চৌগাছার বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। তারা চন্ডিপুর আমতলায় পৌছালে বিপরীতগামী একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে রক্তাক্ত জখম হন তপু। পরে তাকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতাল হয়ে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। তখন জরুরি বিভাগের চিকিৎসক তপুকে মৃত ঘোষণা করেন।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. তন্ময় বিশ্বাস বলেন, আমাদের হাসপাতালে আনার পর তপুর অবস্থা সংকটাপন্ন ছিলো। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে যশোর সদর হাসপাতালে প্রেরণ করি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন