গাইবান্ধায় ডেপুটি স্পিকারের জানাজায় হাজারো মানুষের ঢল
নিজ জেলা গাইবান্ধার সাঘাটায় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার ভরতখালি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে সংসদ সদস্য, প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন দলের নেতাকর্মীরা ছাড়াও হাজারো মানুষ অংশ নেন। এদিকে ডেপুটি স্পিকারকে শেষ শ্রদ্ধা জানাতে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অর্নার দেওয়া হয়।
এর আগে সকাল পৌনে ৯ টায় যুক্তরাষ্ট্র থেকে একটি ফ্লাইটে ফজলে রাব্বী মিয়ার মরদেহ দেশে এসে পৌঁছায়। এরপর জাতীয় ঈদগাহ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে ঢাকা থেকে তার মরদেহ হেলিকপ্টারযোগে তার জন্মভূমি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার হেলেঞ্চা গ্রামের ভেলাকোপা বিলের একটি ফাঁকা মাঠে এসে পোঁছায়।
মরদেহ পৌঁছানোর পরপরই ভরতখালি উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো মানুষের ঢল নামতে থাকে। এ সময় নেতাকর্মীসহ এলাকার অনেক মানুষই কান্নায় ভেঙে পড়েন।
এদিকে জানাজা শেষে মরদেহ নেয়া হয় ভরতখালি ইউনিয়নের গটিয়া গ্রামে। সেখানে আরেক দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে গাইবান্ধা-৫ আসন থেকে সাতবার নির্বাচিত এই সংসদ সদস্যকে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন