ঠাকুরগাঁওয়ে কিশোর-কিশোরীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের আরডিআরএস কোর কমপ্রিহেন্সিভ প্রোগ্রাম কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের জীবন দক্ষতা বিষয়ক উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ১০ ঘটিকায় পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের ভোমরাদহ সমাজ কল্যাণ সংস্থা (ইউনিয়ন ফেডারেশন) সভাকক্ষে আরডিআরএস বাংলাদেশের আয়োজনে ও ব্রট পশম ডাই ওয়েল্ট এর সহয়োগিতায় অনুষ্ঠিত হয়।
এতে বাল্যবিবাহের কুফল ও বয়ঃসন্ধির, স্বাস্থ্য সুরক্ষ রাখার সম্পর্কে আলোচনা করেন, আরডিআরএস বাংলাদেশের ঠাকুরগাঁও ইউনিটের স্বাস্থ্য কর্মকর্তা সফিউল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ভোমরাদহ সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান প্রদীব চন্দ্র রায়, ইউনিয়ন যুব ফোরামের সভাপতি রিপন আলী সবুজ, পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু তারেক বাঁধন, স্থানীয় অগ্রদূত পল্লী পাঠাগারের ক্রীড়া বিষয়ক সম্পাদক সুজন আলী প্রমুখ। জীবন দক্ষতা বিষয়ক উন্নয়ন প্রশিক্ষণে ভোমরাদহ ইউনিয়নের কিশোর কিশোরীরা অংশ নেয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন