কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ নামের ২ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামে। মৃত শিশুটি আনোয়ার হোসেন ও আফরোজা বেগম দম্পতির সন্তান।
পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে ইউপি সদস্য নজরুল ইসলাম জানান , বুধবার (১০ আগস্ট ) বিকেল থেকে শিশু আব্দুল্লাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজে না পেয়ে সন্ধ্যায় বাড়ির পাশে পুকুরে জাল ফেলে ব্যাপক অনুসন্ধান চালায় শিশুটির পরিবার। এক পর্যায়ে শিশুটির মৃতদেহ জালে ওঠে আসে। পরে ভূরুঙ্গামারী থানা পুলিশের উপস্থিতিতে সোমবার দিবাগত রাতে শিশু আব্দুল্লাহর মৃত দেহ দাফন করা হয়।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন