সুনামগঞ্জের ধর্মপাশায় ইউপি যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের ধর্মপাশায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ইউনিয়নের নতুন কমিটি বাতিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের গোলকপুর বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে অটোষ্ট্যান্ডে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।
জানাযায়, ৫ নং সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নতুন কমিটি প্রত্যাহার করায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক শাহ আলম চৌধুরী।
অনুষ্ঠানে ধর্মপাশা উপজেলা যুবদলের সদস্য ফারুক আহমেদ এর সঞ্চালনায়, প্রধান বক্তা সুখাইড় রাজাপুড় উত্তর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ সাধারণ সম্পাদক বাচ্ছু মিয়া প্রধান, বিএনপি’র নেতা নুরুল আমিন, হেলাল উদ্দিন চৌধুরী, ইউনিয়ন যুবদল নেতা ডাঃ জসিম, নুরুল বাক্কী, মুক্তার হোসেন, ইমারুল হক, আকতার হোসেন, ছাত্রদল নেতা মহিন মিয়া, মুনসুর আলী সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, অচিরেই ৫ নং সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কমিটি প্রত্যাহার করতে হবে। নতুবা আন্দোলন চলবেই চলবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন