কুড়িগ্রামে সেক্টর-৬ বীর মুক্তিযোদ্ধাদের উত্তরবঙ্গ জাদুঘর পরিদর্শন
কুড়িগ্রামে উত্তরবঙ্গ জাদুঘর পরিদর্শন করেছেন ৬ নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধারা।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে উত্তরবঙ্গ জাদুঘর পরিদর্শনে আসলে আলোকিত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গকে ফুলেল শুভেচ্ছা ও শ্রদ্ধা জানান জেলা প্রশাসক কুড়িগ্রাম মোহাম্মদ রেজাউল করিম ও পুলিশের পক্ষে পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
এসএম আব্রাহাম লিংকনের উদ্যোগে সরকারী পৃষ্টপোষকতায় নির্মাণাধীন উত্তরবঙ্গ জাদুঘর পরিদর্শন অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ও জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতাহার হোসেন, এমপি, সাবেক প্রতিমন্ত্রী ও সদস্য, প্রতিরক্ষা মন্ত্রণালয সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) ইকবাল রশিদ, কমান্ডার, চিলাহাটি সাব সেক্টর, ৬ নং সেক্টর ১৯৭১, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) মাসুদুর রহমান বীরপ্রতীক, বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) ডা. মোহাম্মদ গোলাপ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) এ মতিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আশরাফ উদ দৌলা, সাবেক সচিব ও রাষ্ট্রদূত, বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আব্দুস সালাম।এ সময় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু,বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেনসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
উত্তরবঙ্গ জাদুঘরে সংরক্ষণের জন্য গাইবান্ধা কাটাখালী বধ্যভূমির মাটি অতিথিদের হাতে হস্তান্তর করেন কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন