পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ন্যাশনাল ব্যাংকের উপশাখা উদ্বোধন
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ন্যাশনাল ব্যাংক লিমিটেড-এর উপশাখা উদ্বোধন করা হয়েছে।
রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে মোস্তফা টাওয়ারের দ্বিতীয় তলায় এ শাখার উদ্বোধন করেন, প্রধান অতিথি ও ন্যাশনাল ব্যাংকের সতন্ত্র পরিচালক নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ মেহমুদ হোসেন।
শুভ উদ্বোধনে ন্যাশনাল ব্যাংক উপশাখার ইনচার্জ শামসুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডল, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী, ব্যবসায়ী তাজিরুল ইসলাম তাজু, উপজেলা শাখার জাতীয় পাটির সভাপতি মকলেছুর রহমানসহ আরো অনেকেই।
শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা বলেন, বাংলাদেশের বেসরকারি ব্যাংকের যাত্রা সর্বপ্রথম ন্যাশনাল ব্যাংক থেকে শুরু হয়েছে। ন্যাশনাল ব্যাংক ১৯৮৩ সালে যাত্রা শুরু করার পর হতে হাজার হাজার গ্রাহকদের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে এই ব্যাংকটির ৪৫ কোটি টাকার আমানত রয়েছে।
উল্লেখ্য, উদ্বোধনের প্রথম দিনেই গ্রাহকেরা দেড় কোটি টাকার সঞ্চয়ী হিসাব খোলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন