ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে বিশ্ব নদী দিবস পালিত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব নদী দিবস পালিত হয়।
এ উপলক্ষে এদিন সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার(ভূমি) ইন্দ্রজিৎ সাহা, বরেন্দ্র কর্মকর্তা তিতুমীর রহমান ও বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান।
এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা,শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন ইউএনও। আরো বক্তব্য দেন, সাবেক প্রধান শিক্ষক আব্দুল হামিদ, মৎস অফিসার আফরিনা সুলতনা, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে স্থানীয় খাল ও জলাশয়সহ বিশেষত ঐতিহ্যবাহি কুলিক নদীকে সংস্কার ও রক্ষার কথা বলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন