পিরোজপুরের মঠবাড়িয়ায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে ‘জলাতঙ্ক : মৃত্যু আর নয়, সবার সঙ্গে সমন্বয় ‘ এবার এ শ্লোগানকে সামনে রেখে দিবসটি পালন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে র্যালীপূর্ব আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সরোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নূর আলম,মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ ফেরদৌস ইসলাম, ডাঃ সোনিয়া ইসলাম প্রমুখ।এছাড়াও জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, সিডিসি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন