পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো এবং অনুমোদনহীন ভেজার পণ্য বিক্রি ও কর ফাঁকির দায়ে ভ্রাম্যমান আদালতের দুই দিনের অর্থদন্ডে ষোল হাজার টাকা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও হাইওয়ের থানার সহযোগিতায় তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কের মাঝিপাড়া শালবাহান রোড বাজার সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট বসিয়ে এবং সোমবার (২৬ সেপ্টেম্বর) ভজনপুর বাজার মনিটরিংকালে এই অর্থদন্ড প্রদান করা হয়।
জানা যায়- ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হেলমেটবিহীন মোটরসাসাইকেল পরিচালনার দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ মোতাবেক ৪ জন ব্যক্তিকে ৩ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। অন্যদিকে অনুমোদনবিহীন ভেজাল পণ্য বিক্রয়ের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারা মোতাবেক এক ব্যবসায়ীকে ৮ হাজার টাকা এবং সরকার কর্তৃক অনুমোদিত কর ফাকি দেয়ার দায়ে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৮৯ ধারায় এক ব্যবসায়ীকে ৫ হাজার অর্থদন্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা এ দন্ডাদেশ প্রদান করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সোহাগ চন্দ্র সাহা বলেন, অনুমোদনহীন ভেজার পণ্য বিক্রি ও কর ফাকির দেয়ায় এবং জাতীয় মহাসড়কে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে এই অর্থদন্ড প্রদান করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন