পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো এবং অনুমোদনহীন ভেজার পণ্য বিক্রি ও কর ফাঁকির দায়ে ভ্রাম্যমান আদালতের দুই দিনের অর্থদন্ডে ষোল হাজার টাকা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও হাইওয়ের থানার সহযোগিতায় তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কের মাঝিপাড়া শালবাহান রোড বাজার সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট বসিয়ে এবং সোমবার (২৬ সেপ্টেম্বর) ভজনপুর বাজার মনিটরিংকালে এই অর্থদন্ড প্রদান করা হয়।

জানা যায়- ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হেলমেটবিহীন মোটরসাসাইকেল পরিচালনার দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ মোতাবেক ৪ জন ব্যক্তিকে ৩ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। অন্যদিকে অনুমোদনবিহীন ভেজাল পণ্য বিক্রয়ের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারা মোতাবেক এক ব্যবসায়ীকে ৮ হাজার টাকা এবং সরকার কর্তৃক অনুমোদিত কর ফাকি দেয়ার দায়ে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৮৯ ধারায় এক ব্যবসায়ীকে ৫ হাজার অর্থদন্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা এ দন্ডাদেশ প্রদান করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সোহাগ চন্দ্র সাহা বলেন, অনুমোদনহীন ভেজার পণ্য বিক্রি ও কর ফাকির দেয়ায় এবং জাতীয় মহাসড়কে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে এই অর্থদন্ড প্রদান করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।