রাজাকারের ছেলে ফারুক পেশকার হতে চায় নৌকার মাঝি!

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঢাকা জেলার দোহার উপজেলার ৮নং মাহমুদপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ফারুকউজ্জামান (ফারুক পেশকার)। জানা যায় , ফারুক পেশকার একজন রাজাকারের ছেলে। তার বাবা মৃত কাজিম উদ্দিন (পিতা-মৃত ছমির উদ্দিন) থানা শান্তি কমিটির সদস্য ছিলেন। আবু সাঈদ খান রচিত মুক্তিযুদ্ধে ফরিদপুর এ গ্রন্থটিতে এ ব্যাপারে উল্লেখ করা আছে। শান্তি কমিটির সদস্যের ছেলে অর্থাৎ রাজাকারের ছেলে কিভাবে একটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হয় এ নিয়ে জনমনে অনেক প্রশ্ন দেখা দিয়েছে।

শান্তি কমিটির সদস্যের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদে নৌকার মাঝির প্রত্যাশী বিষয়ে এলাকার বিশিষ্ট মুক্তিযোদ্ধাগণ আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসে একটি আবেদন করে।

আবেদনপত্রে স্বাক্ষর করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ওয়ালী শিকদার, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ খান, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী প্রমুখ।

আবেদনের অনুলিপি পাঠানো হয়েছে (১) সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় কমিটি। (২) সংসদ সদস্য-১৭৪ (ঢাকা- ১)। (৩) সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা জেলা আওয়ামী লীগ। (৪) সভাপতি ও সাধারণ সম্পাদক, দোহার থানা আওয়ামী লীগ।

এলাকাবাসীর দাবি ফারুক পেশকার একজন রাজাকারের ছেলে হয়ে কিভাবে নৌকা প্রতীক চায়? মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশকে স্বাধীন করেছেন, সংগ্রাম করেছেন এবং তার প্রতীক ছিল নৌকা। এলাকার জনগণ আরো বলেন, ফারুক পেশকার একজন মদখোর , নারীবাজ, জনগণের সাথে কখনো ভালো ব্যবহার করেনা এবং উনি খুবই বাজে টাইপের একটা লোক। তার এই খারাপ ব্যাপারে মন্তব্য করেন এলাকার মোঃ নাসির, সুজন মোল্লা, উপল ,পারভিন ,হেলেনা, নার্গিস এবং বাচ্চু মিয়া প্রমুখ । তারা বলেন, ফারুক পেশকার যেন মনোনয়ন না পান, তার দ্বারা এলাকার উন্নতি হবে না বরং ক্ষতি হবে।

অপরদিকে এলাকাবাসীর দাবি তারা ৮নং মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে যোগ্য প্রার্থী হিসেবে বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী সাহেবকে সমর্থন জানিয়েছেন। বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলীর মুক্তিযোদ্ধা পরিচিতি নম্বর ০১২৬ ০০ ০০ ৪৮৩। মুক্তিযোদ্ধার গেজেট নম্বর ১৪০৬। বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলীর পিতার নাম মোঃ মনির উদ্দিন, মাতার নাম সুয়াতুন নেছা।