যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/10/1_20221004_195337_0000-900x450.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যশোরের মণিরামপুরে পুকুরের পানিতে ডুবে জান্নাতুল ফেরদৌস নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
গত রবিবার উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের পাড়ালা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত শিশুর পিতা মিজানুর রহমান পেশায় একজন সহকারি আইনজীবী।
জানা যায়, নিহত জান্নাতুল ফেরদৌস এদিন সকাল ১০টার দিকে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। একপর্যায়ে বাড়ীর সকলের অগোচরে সে পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর শিশুটির স্বজনরা পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে।
একমাত্র শিশু কন্যা সন্তানকে হারিয়ে মিজান দম্পতি শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এদিন বিকেলে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন