ঝালকাঠির কাঠালিয়া মটর শ্রমিকদের সাথে নাগরিক ফোরামের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ১নং চেঁচরী রামপুর ইউনিয়নে কাঠালিয়া নাগরিক ফোরাম কর্তৃক মোটর শ্রমিকদের সাথে একটি উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকাল ৪টায় উক্ত সভায় মোটর শ্রমিকদের সাথে মতবিনিময় সভা করেন নাগরিক ফোরামের নেতা কর্মীরা। এসময় মোটর শ্রমিকদের মাঝে গতি কমান জীবন বাঁচান স্লোগানের, নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালানোর বিষয়টি মটর শ্রমিকদের আলোচনার মাধ্যমে বুঝিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার ১নং চেঁচরী রামপুর ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি মো. সোহেল সমাদ্দার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাঠালিয়া নাগরিক ফোরাম ও প্রেসক্লাবের সভাপতি মোঃ বাদল হাওলাদার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাগরিক ফোরাম ও প্রেসক্লাবের সভাপতি মোঃ বাদল হাওলাদার, চেঁচরী রামপুর ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি মোঃ সোহেল জমাদ্দার, কাঠালিয়া নাগরিক ফোরামের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সোহাগ, কাঠালিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রাজিব তালুকদার, চেঁচরী রামপুর ইউনিয়ন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক মাহবুব আলম, ফজলুল হাক সরিফ, সেলিম মোল্লা, নুপুর বেগম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মোঃ বাচ্চু জোমাদ্দান সাধারন সম্পাদক বাংলাদেশ যুবলীগ চেঁচরীরামপুর ইউনিয়ন শাখা, সাহ আলম দফাদার, কাজী মাসুদ (কলমের কন্ঠ), উজ্জ্বল হালদার, সংবাদ কর্মী মাহফুজ গাজী, ইলিয়াস হাওলাদার (মানবকন্ঠ), সফিকুল ইসলাম শাওন (প্রতিদিন খবর)।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন