পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রের টিফিনের টাকা নিয়ে মারামারি, থানায় মামলা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গোলবুনিয়া গ্রামে মাদ্রাসাগামী ছাত্রের নিকট থেকে টিফিনের টাকা রেখে দেওয়া নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কাওসার (৭) নামে ওই ছাত্রের বাবা কাদের আকন বাদি হয়ে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে গোলবুনিয়া নুরিয়া মাদাসায় যাওয়ার পথে নূরানী ১ম জামাতের ছাত্র কাওসার ও তানভিরের পথরোধ করে দাড়াঁতে বলে ইমরান। এরপর ইমরান ও তার সাথে থাকা রেজাউল ওই দুই ছাত্রকে ভয় দেখিয়ে তাদের সাথে থাকা টিফিনের ৩০ টাকা নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে এনিয়ে বিরোধ তৈরি হয়। এতে ক্ষুব্ধ হয়ে ঘটনার দিন ইমরান লোকজন নিয়ে গোলবুনিয়া বটতলা মোড়ে কাদের আকনের ওপর হামলা চালায়। এরপর তাকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়।

ইমরান (২০) গোলবুনিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে এবং রেজাউল ওই একই এলাকার ইয়াসিন শিকদারের ছেলে।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাঃ নূরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।