পিরোজপুরের মঠবাড়িয়া ঈদে মিলাদুন্নবী (সাঃ) দিবসে পতাকা উত্তোলনে অবহেলা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে সরকারি,বেসরকারি ও স্বায়ত্তশাসিতসহ সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম থাকলেও তা মানা হয়নি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১৯৯ নং পশ্চিম ভেচকি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
দুপুরে গিয়ে দেখা যায়,বিদ্যালয়টিতে পতাকা উত্তোলন করা হয়নি। পতাকা উত্তোলন না করার কারন জানতে প্রধান শিক্ষক সুখী রানী মিস্ত্রীকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার রুহুল আমিন জানান, রবিবার (৯ অক্টোবর) মিলাদুন্নবী দিনটি রাষ্ট্রীয় মর্যাদায় পালনের জন্য যথাসময়ে পতাকা উত্তোলন করতে সকল প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া আছে। তারপরও কেউ অবহেলা করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন