জেলা পরিষদ নির্বাচন-২০২২ইং
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেলা পরিষদের সদস্য হলেন আলমগীর কবির
পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে তেঁতুলিয়া উপজেলায় বেসরকারিভাবে সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আলমগীর কবির।
তিনি হাতি প্রতীকে পেয়েছেন ৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ সাত্তার মোটর সাইকেল টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৩০ ভোট ও আজিজুল হক তালা প্রতীকে পেয়েছেন এক ভোট।
সোমবার (১৭ অক্টোবর) পঞ্চগড়ে প্রথম ইভিএমের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্বাচনী ভোট গ্রহন কার্যক্রম চলে।
নির্বাচন শেষে প্রিজাইডিং অফিসার ও উপজেলা সমাজসেবা অফিসার শাহ মো: আল আমিন এই ফলাফল ঘোষণা করেন।
নির্বাচিত সাধারণ সদস্য আলমগীর কবির বলেন, তিনি এলাকার মানুষের সেবা করার প্রতিজ্ঞা নিয়েই জয়লাভ হয়েছেন।
ইতোপূর্বে তিনি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি প্যানেল চেয়ারম্যান থাকাকালীন এলাকার অসংখ্য উন্নয়ন মূলক কাজসহ গরীব দুঃখী মানুষের সেবা করেছেন এবার আরও উন্নয়ন মূলক কাজ করবেন বলে জানিয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন