ময়মনসিংহের গৌরীপুরে বীরমুক্তিযোদ্ধা রইছ উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ময়মনসিংহের গৌরীপুরে বীরমুক্তিযোদ্ধা রইছ উদ্দিন তালুকদারকে (৭৮) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) বাদ যোহর উপজেলার সিধলা ইউনিয়নের মনাটি গ্রামে সদ্য প্রয়াত এই বীরমুক্তিযোদ্ধার জানাজা শেষে নিজ বাড়িতে দাফন করা হয়। এর আগে জানাযা শেষে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের নেতৃত্বে গৌরীপুর থানা পুলিশের একটি চৌকস দল এই বীরমুক্তিযোদ্ধাকে গার্ড অব অর্নার প্রদান করেন। এসময় বিউগলে করুণ সুর বাজানো হয়।

বীরমুক্তিযোদ্ধা রইছ উদ্দিনের বাড়ি উপজেলার সিধলা ইউনিয়নের মনাটি গ্রামে। তিনি হৃদরোগে ভোগছিলেন ছিলেন। (২৫ অক্টোবর) মঙ্গলবার দিবাগত দিবাগত রাতে এই বীরমুক্তিযোদ্ধা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির উপস্থিত ছিলেন। এছাড়াও গৌরীপুর উপজেলাসহ দুর- দুরান্তের মুসুল্লিয়ান জানাজার নামাজে উপস্থিত হন।